ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ রোল মডেল: ধর্ম উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ রোল মডেল: ধর্ম উপদেষ্টা
প্রকাশিত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশের তুলনায় ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ আজ রোল মডেল।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পিটিআই সম্মেলন কক্ষে “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কর্মশালার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন।

এতে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, পরিমল কান্তি শীল, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, উপপ্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস এবং ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক সরকার সরোয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশে কেউ কেউ মাঝে মাঝে উসকানিমূলক তৎপরতা চালায়। তবে এসব ব্যক্তি চিহ্নিত হয়ে আইনের আওতায় আসে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির চিত্র প্রতিবেশী দেশের তুলনায় অনেক উজ্জ্বল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com