আইসিসির চিঠিতেও গলল না বরফ: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

আইসিসির চিঠিতেও গলল না বরফ: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
প্রকাশিত

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আইসিসির কাছে যুক্তিসংগতভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপে অংশগ্রহণেও আগ্রহী, তবে বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা দৃঢ় অবস্থানে আছি। কেন আমরা এই অবস্থান নিয়েছি, তা আইসিসিকে যুক্তিসহ বোঝাতে পারব বলে বিশ্বাস করি।

আইসিসি আমাদের বক্তব্য নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমে অর্জিত বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে এই প্রত্যাশা আমাদের রয়েছে।’
প্রসঙ্গত, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এর পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জবাবে আইসিসি বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com