সড়কে বিশৃঙ্খলা রাজধানীতে একদিনে জরিমানা ৩১ লাখ টাকা

সড়কে বিশৃঙ্খলা রাজধানীতে একদিনে জরিমানা ৩১ লাখ টাকা

জধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ফাইল ছবি

প্রকাশিত

সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ধারাবাহিকতায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং আইন ভঙ্গের কারণে ব্যবস্থা নিচ্ছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা।

এরই অংশ হিসেবে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৪৯টি মামলা ও ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ১৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনায় ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com