তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

প্রকাশিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার দিনক্ষণের বিষয়ে কোনো তথ্য জানা নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ (শুক্রবার) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত দেবার বিষয়টি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। আমরা তাদেরকে বারবার বলছি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু দেশটি তাদের বৈদেশিক হস্তান্তর প্রক্রিয়া কীভাবে দেখবে, সেটি তাদের ব্যাপার। তবে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি।

তৌহিদ হোসেন বলেন, নীলফামারিতে চীনের সহায়তায় যে হাসপাতাল নির্মাণ করা হবে, সেটি পুরো রংপুর অঞ্চলের মানুষকে সেবা দেবে। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে কর্মসংস্থানসহ যেসব সমস্যা আছে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

তৌহিদ হোসেন বলেন, দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তর অঞ্চল অনেকটা পিছিয়ে। উন্নয়ন বৈষম্য যাতে দ্রুত কমানো যায় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

তিনি বলেন, রংপুরকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের রেখে যাওয়া পরিকল্পনাগুলো নির্বাচিত সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

চার দিনের সফরে রংপুর ও নীলফামারীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com