গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা

গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
প্রকাশিত

খাদ‍্য-পানীয়ের অভাবে মুমূর্ষু গাজাবাসীর পাশে দাঁড়াতে পেরেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সম্প্রতি দুই দিন দুই দফায় গাজাবাসীর কাছে খাদ‍্য অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। ওই অনুদানের জন‍্য পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিবারের নারীরা নিজস্ব খাবারের অংশবিশেষ বাঁচিয়েছেন, তাই তুলে দেয়ার প্রয়াস নিয়েছে। আলহামদুলিল্লাহ, পুনাকের দেওয়া ওই খাবার ক্ষুধার্ত মানুষের কাছে দুই দফা পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

বেশ কিছুদিন ধরেই পুনাক সক্রিয়ভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার সময় যখন হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল, তখনও পুনাক খাবার পৌঁছে দিয়েছিল সাধারণ মানুষের কাছে । এছাড়া, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, বন‍্যার্তদের অনুদান, নলকূপ প্রতিস্থাপন , রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চোখের ছানি অপারেশন, যুদ্ধাহতদের চিকিৎসা এবং যুদ্ধাহত ব্যক্তির কন্যা সন্তানদের শিক্ষার জন্য রিকশা অনুদানসহ নানা সহায়তা করে চলেছে পুনাক।

এক প্রতিক্রিয়ায় পুনাক সভানেত্রী বলেন, এ অর্জন পুনাকের প্রতিটি সদস্যের। প্রত‍্যেকের আন্তরিকতা এবং মানবিক অনুভূতির প্রতিফলন এটা। ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমাদের এ ধরনের মানবিক কর্মসূচি। গাজারবাসীর জন্য মানবিক সহায়তার পুনাক পরিবারের এ প্রয়াস সফল করার জন্য তিনি মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com