এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিলো নির্বাচন কমিশন

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিলো নির্বাচন কমিশন
প্রকাশিত

নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার (৫ নভেম্বর) এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে কেউ চাইলে ১২ নভেম্বর পর্যন্ত এসব দলের নিবন্ধন নিয়ে আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে গেজেট প্রকাশ করা হবে।

ইসি সচিব আরও জানান, নিবন্ধনের জন্য আবেদন করা ৮টি দল চূড়ান্তভাবে যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য তিনটি দলের বিষয়ে তদন্ত শেষে কমিশন মনে করেছে তারা নিবন্ধনের যোগ্য নয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com