বাংলাদেশে 'অন অ্যারাইভাল ভিসা' আপাতত বন্ধ থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে 'অন অ্যারাইভাল ভিসা' আপাতত বন্ধ থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনের আগে 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে' সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন 'অন অ্যারাইভাল' বা 'আসার পর ভিসা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।

এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে বলা হয়েছে যে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com