
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অনেক মানুষের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে। সেখানে ডাক বিভাগ ঠিকানা হালনাগাদের মাধ্যমে অবদান রাখতে পারে। আর ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সেবার মান উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে ডাক বিভাগকে ই-কমার্সের সঙ্গে সংযুক্ত করা হবে। মানুষের মধ্যে ই-কমার্সের ওপর যে আস্থাহীনতা রয়েছে, তা দূর করতে কাজ করবে ডাক বিভাগ।