বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি কোম্পানির প্রতি আহ্বান রাষ্ট্রদূতের

বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি কোম্পানির প্রতি আহ্বান রাষ্ট্রদূতের
প্রকাশিত

প্রযুক্তি হস্তান্তর ও কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করা হলে তা বাংলাদেশ ও জাপান উভয় দেশের জন্যই পারস্পরিক সুফল বয়ে আনবে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী শুক্রবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাপানের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান এয়ন কোম্পানি লিমিটেডের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়।

প্রতিনিধি দলটি সম্প্রতি বাংলাদেশে তাদের ব্যবসায়িক সফরের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করে। এ সময় তারা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা এবং দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে রাষ্ট্রদূত তৈরি পোশাক খাতের বাইরে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ শুধু পোশাক নয়- হিমায়িত মাছ, শাকসবজি, প্রক্রিয়াজাত খাবার, চামড়াজাত পণ্য ও হস্তশিল্পসহ আরও অনেক পণ্যের বড় উৎস।

তিনি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ, অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের তুলনামূলক সুবিধা এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতার কথাও তুলে ধরেন।

এছাড়াও রাষ্ট্রদূত এয়ন কোম্পানীকে তাদের বৃত্তি কর্মসূচিতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে সুযোগ দিতে এবং জাপানের বিভিন্ন আউটলেটে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেয়ার অনুরোধ জানান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com