নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিদেশি দূতদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিদেশি দূতদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আজ ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং করা হয়। এসময় নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়।

ব্রিফিংকালে কূটনীতিকদের জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে।

এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীসহ, নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সতর্ক ও সক্রিয় রয়েছে বলেও তাদের জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনগুলোকে আশ্বস্ত করেছে যে, কূটনৈতিক কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রায় ৪০জন কূটনীতিক এই ব্রিফিংয়ে অংশ নেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com