জাতিসংঘে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত

জাতিসংঘের আসন্ন ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি অবস্থানে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলন থেকে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে এবং ফিলিস্তিন অনেক পরে এই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, ‘পত্রিকায় লেখা হয়েছে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি। তবে হেডলাইন লেখা উচিত ছিল, ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি। কেননা, চার বছর আগে আমরা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলাম।’

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।’

কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ এই সম্মেলনে কাতারকে সমর্থন জানিয়েছে এবং ইসরাইলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে।

তিনি বলেন, ‘দুঃসময়ে কাতারকে সমর্থন জানাতেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মূলত এই কাজটি আমরা করেছি।’ তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাই ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও আলোচকদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে।

এই সম্মেলনে কূটনৈতিক হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশসহ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্যভুক্ত অধিকাংশ দেশ কাতারকে সমর্থন জানিয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com