চলতি মাসের মধ্যে জুলাই সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ড. আলী রিয়াজ

চলতি মাসের মধ্যে জুলাই সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ড. আলী রিয়াজ
প্রকাশিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২য় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দিনের আলোচনায় আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।

তিনি বলেন, দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানান আলী রীয়াজ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com