অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই

অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই
প্রকাশিত

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আনোয়ার হোসেন ১৯৪৭ সালে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন ইদ্রাকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সাবেক এই পুলিশ কর্মকর্তা ১৯৭৪ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

চাকুরি জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

চৌকস এই পুলিশ কর্মকর্তা সিরাজগঞ্জ, বগুড়া, ফেনী, হবিগঞ্জ, ভোলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি পুলিশ সুপার পদে সিআইডি, ঢাকায় এবং কমান্ড্যান্ট, আরআরএফ, খুলনা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ ২০০৪ সালে ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম কাজী আনোয়ার হোসেন এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com