
জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন (Special Rapporteur on Extrajudicial, Summary or Arbitrary Execution) Dr. Morris Tidball-Binz ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তিনি আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
আইজিপি এ সময় বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে।
অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, সিআইডির অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মোঃ আশিক সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।