অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে নৈতিক শিক্ষা: আদিলুর রহমান

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে নৈতিক শিক্ষা: আদিলুর রহমান
প্রকাশিত

নৈতিক শিক্ষাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর দারুল আকরাম আল ইসলামিয়া মাদ্রাসা উত্তরার আয়োজনে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় গাজা উপত্যকায় নির্যাতিতদের দুর্দশা ঘোচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মোহাম্মদ ওমর আহমেদ ফাহমি।

মিশরের রাষ্ট্রদূত বক্তব্যে তিনি দুদেশের সম্পর্ক উন্নয়নে পারস্পরিক শিক্ষা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ছাড়াও উলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com