কর্মী নিয়োগে মালয়েশিয়ার দেয়া কয়েকটি শর্তে আপত্তি জানানো হয়েছে: আসিফ নজরুল

কর্মী নিয়োগে মালয়েশিয়ার দেয়া কয়েকটি শর্তে আপত্তি জানানো হয়েছে: আসিফ নজরুল
প্রকাশিত

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সম্প্রতি কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে বাংলাদেশ শক্ত আপত্তি জানিয়েছে। একই সঙ্গে শর্তগুলো পূরণের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে শর্ত শিথিল না করা এবং সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।

এ সময় দেশটির শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে দেয়া শর্ত শিথিল করতে চিঠি দেয়া হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com