বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে : কৃষি সচিব

বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে : কৃষি সচিব
প্রকাশিত

 কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

রংপুরের রোকেয়া কনভেনশন হলে রোববার আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশের কৃষির রূপান্তর, আউট লুক ২০৫০ শীর্ষক আঞ্চলিক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যােগে জাতিসংঘের এফএও’র সহায়তায় রংপুর ও দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি সচিব বলেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায়। এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে সব স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ এবং সব সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

সচিব বলেন, আপনাদের সহযোগিতার আমরা যে পরিকল্পনাটি তৈরি করব সেটি আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে দিকনির্দেশনা দেবে।

তিনি বলেন, আমাদের আগামীর কৃষির সকল উন্নয়ন প্রকল্প এই পরিকল্পনাকে ভিত্তি করেই তৈরি করা হবে। এফএও’র প্রতিনিধি মার্টিন মাওগাসটিন বলেন, কৃষির পরিকল্পনায় প্রকৃতি ও পরিবেশকে বিবেচনায় আনতে হবে এবং কৃষির উন্নয়ন হতে হবে টেকসই উন্নয়ন।

কর্মশালায় সরকারি বেসরকারি সংস্থা, গবেষক, কৃষি কর্মকর্তা, উদ্যােক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুর ও দিনাজপুর অঞ্চলের কৃষির বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতিসংঘের খাদ্য, কৃষি সংস্থা ফাওর প্রতিনিধি মার্টিন মাওগাসটিন, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রংপুরের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বক্তব্য রাখেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com