
পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চিঠিটিতে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—
১। উক্ত চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি।
২। চিঠির বক্তব্য সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, অনৈতিক এবং পুলিশের প্রচলিত নীতিমালার পরিপন্থী।
৩। চিঠিতে যে ব্যক্তির নাম স্বাক্ষরকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি উক্ত শাখায় কর্মরতই নন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচার করাকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। যারা এই কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। কোনো তথ্য যাচাই না করে তা শেয়ার করা বা প্রচার করাও শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে এবং চিঠি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।