‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’

‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’
প্রকাশিত

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করার ঘটনাকে স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তলব কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। এর আগে একই দিন দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ও কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতবিরোধী বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুব একটা অপ্রত্যাশিত নয়। ভারতের সঙ্গে টানাপোড়ন রয়েছে। এটা মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন চালিয়ে যেতে চেয়েছিল ঢাকা।’

তিনি আরও বলেন, ‘ভারতের সবশেষ বক্তব্যে নসিয়ত করেছে, যা ঢাকা চায় না। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’

বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন।

গত সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সেভেন সিস্টার্স সম্পর্কে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।

এমন মন্তব্যেরর বিষয়ে জানতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত সরকারের অংশ না। তার বক্তব্য সরকারের বক্তব্য নয়।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com