সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্ত দেখবে ইসি: আখতার আহমেদ

সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্ত দেখবে ইসি: আখতার আহমেদ
প্রকাশিত

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত। আদালতে বিষয়টা আছে, সেখানে যা সিদ্ধান্ত হবে তাই দেখবে ইসি।

বৃহস্পতিবার (১৮) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রসর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ‎সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ১৪টি রিট হয়েছে। আদালতে যা সিদ্ধান্ত হবে, সেই ব্যাপারে ইসি আস্থাশীল।

তিনি আরও বলেন, ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল ইসিতে আসবে।

আখতার আহমেদ বলেন, নির্বাচন সামগ্রী কেনাকাটার ৭০ শতাংশ কাজ প্রায় শেষ, এ মাসের মধ্যেই সব কেনাকাটা সম্পন্ন হবে।

নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে উল্লেখ করে সচিব জানান, ‎প্রবাসীদের ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে একটি অ্যাপস তৈরি করা হয়েছে, নাম পোস্টাল ভোট বিডি। এটা মোবাইলে ইন্সটল করে এনআইডি'র মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আর বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ করবে।

প্রবাসীরা নিবন্ধন করার পর ওই সময় দেশে থাকলেও তিনি সরাসরি ভোটে অংশ নিতে পারবেন না এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও সরকারি চাকরিজীবী ভোটে দায়িত্ব পালন করেন, আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্যও পদ্ধতি একই।

তিনি বলেন, ‎নতুন ২২টি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে সিইসি কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com