ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার: অর্থ উপদেষ্টা
প্রকাশিত

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে নানা মাধ্যমে কথা বলছেন। এরকম বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার— এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন,ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আলাদা করে দেখতে হবে। রাজনীতির সম্পর্কে কূটনৈতিক ও স্পর্শকাতর বিষয় থাকবে। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ভারত বাদে ভিয়েতনাম থেকে চাল আনতে বেশি খরচ পড়বে।

তিনি আরও বলেন, ভারত বিরোধী যেসব বক্তব্য দেয়া হচ্ছ, তা রাজনৈতিক৷ এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। এই বক্তব্যগুলো পরিস্থিতিতে জটিল করে তুলছে। তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কেও কোনও প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি। 

এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করার ক্ষেত্রে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ থাকলেও সেখানে সরকার পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com