সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার: মাহফুজ আলম

সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার: মাহফুজ আলম
প্রকাশিত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এর আগে মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে তার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার।

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটু নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। গত দুবছর ধরে দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে, যাতে সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধর্ম, বর্ণের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, অন্তর্বর্তী সরকার সেই দৃষ্টান্ত রেখে যাচ্ছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম।

তিনি বলেন, এর আগে মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে তার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার।

সামনে নির্বাচন এবং নির্বাচনের পরে যারা আসবে তারাও যাতে সেই ধারাবাহিকতা বজায় রাখে বলে প্রত্যাশা তথ্য উপদেষ্টার।

তিনি বলেন, ৫ আগস্টের পর যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com