বাংলাদেশের জরুরি ত্রাণ পৌঁছাল শ্রীলঙ্কায়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের জরুরি ত্রাণ পৌঁছাল শ্রীলঙ্কায়: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশিত

ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে এ ত্রাণ পাঠানো হয়।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান আজ দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ হস্তান্তর করেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যপণ্য, জরুরি ওষুধ, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে।

সময়মতো এই মানবিক সহায়তা পেয়ে শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‘দিতওয়া’ ঘূর্ণিঝড় ও পরবর্তী বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

দেশটির বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক অঞ্চল এখনো পানির নিচে ডুবে আছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com