দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: আইজিপি

দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: আইজিপি
প্রকাশিত

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। আমরা আইনানুগভাগে তাদের মোকাবেলার চেষ্টা করেছি। দুর্গোৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দারা তৎপরতা রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com