সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
প্রকাশিত

বাংলাদেশ সেনাবাহিনীর নাম, পদবি বা ইউনিফর্ম পরিহিত সেনা সদস্যদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com