

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসিকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে, তা ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে ডিএমপি।
বুধবার (৬ জানুয়ারি) দেওয়া এক বার্তায় ডিএমপি জানায়, নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে কমিশনার কোনো গণমাধ্যমে এমন মন্তব্য প্রদান করেননি। তাই তাঁর নামে প্রকাশিত বক্তব্যকে “সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ভ্রান্ত সংবাদ নির্বাচনকে ঘিরে অযাচিত বিভ্রান্তি ছড়াতে পারে। তাই কমিশনারকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি আরও জানায়, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি অনুরোধ করেছে—ভুল তথ্যের ওপর ভিত্তি করে যাতে কেউ বিভ্রান্ত না হন এবং যাচাই ছাড়া কোনো সংবাদ বিশ্বাস বা প্রচার না করা হয়।