

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অগ্রণী সৈনিক ও তরুণ প্রজন্মের সাহসী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়ে আজকের জন্য বিজয় বইমেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বিকেলে বিজয় বইমেলা উদযাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, আমাদের প্রজন্মের এক সাহসী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদির লাশ আজ সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে।
এই শোকঘন মুহূর্তে, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিজয় বইমেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
বিবৃতিতে আরও বলা হয়, বইমেলা শুধু উৎসব নয়—এটি আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম, আমাদের মানুষদের স্মরণ করারও এক জায়গা। হাদির লাশ ফেরার এই সন্ধ্যায় আমরা উৎসবের আলো নিভিয়ে রেখে নীরবে দাঁড়াতে চাই—একজন লড়াকু তরুণের স্মৃতির পাশে, যিনি স্বপ্ন দেখেছিলেন ন্যায়, মুক্তি আর মানবিক বাংলাদেশের।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বও থেকে শুরু এই বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিজয় বইমেলায় মোট ১৭০টি স্টল রয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতি কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।