আওয়ামী লীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে: উপদেষ্টা আদিলুর

আওয়ামী লীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে: উপদেষ্টা আদিলুর
প্রকাশিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নাশকতার তথ্য সরকারের কাছে আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে। দেশের বাইরে থেকেও বাধা আসতে পারে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য ছিল। এগুলো মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন চেষ্টা করছে।

পরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা। এসময় দুদক চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মোমেন, জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com