সেপ্টেম্বরের মাঝামাঝি আসছে ইইউ পর্যবেক্ষণ দল : ইসি সচিব

সেপ্টেম্বরের মাঝামাঝি আসছে ইইউ পর্যবেক্ষণ দল : ইসি সচিব
প্রকাশিত

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে আসছে বলে জানিয়েছেন ইইউ পর্যবেক্ষণ দল নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ জানান তিনি।

আখতার হোসেন বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে আসবে বলে জানিয়েছেন। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।

সচিব জানান, প্রতিনিধি দলটি প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশন বা নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করবে। এ সময় তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং পরিবেশ মূল্যায়ন করবেন।

আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে, এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্তুতি তুলে ধরেন আখতার আহমেদ।

এসময় নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর করা এমন মন্তব্যে ইসির সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com