হাতবদল হওয়ায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি: র‌্যাব

হাতবদল হওয়ায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি: র‌্যাব
প্রকাশিত

পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাতবদল হওয়ায় বছর পার হলেও সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অন্যদিকে কেরানীগঞ্জে রাকিবুলকে হত্যা মামলার মূল আসামি আজহারুল সরদার ও ফরিদপুরের ভাঙ্গায় বিলে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে সংস্থাটি।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার কাওরান বাজারে সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা এসব তথ্য তুলে ধরেন।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় প্রতিদিনই গ্রেফতার করা হয় হত্যা মামলাসহ মাদক মামলার বিভিন্ন আসমিকে। অপরাধীদের আশ্রয়ের অন্যতম হটস্পট হয়ে দাঁড়িয়েছে এলাকাটি। যেমন জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেফতার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ করছেন।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এছাড়াও থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণে চেষ্টা করছে র‍্যাব।

এদিকে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব ১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান কেরানীগঞ্জে রাকিবুলকে হত্যা মামলার আসামি গ্রেফতারে বিষয়ে তুলে ধরে বলেন, স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই রাকিবুলকে হত্যা করেন তার সৎ বাবা আজহারুল সরদার।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে আজহারুলকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল। স্ত্রী তালাক দেয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আজহারুল সরদার।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্যে বস্তাবন্দি মরদেহ উদ্ধারে আলোচিত ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

র‌্যাব কর্মকর্তা বলেন, সমকামীতার সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে রেদওয়ানকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না খতিয়ে দেখার কথাও জানিয়েছেন র‌্যাব।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com