তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
প্রকাশিত

‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হচ্ছে’ মর্মে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য প্রসঙ্গে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২৭ অক্টোবর) দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।’

এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে, গতকাল রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, নভেম্বরে ক্যাবিনেট মিটিং ক্লোজড হয়ে যাবে। তাই যেসব কাজ করা সম্ভব, সেগুলো আগামী মাসের মধ্যে শেষ করার চেষ্টা করছি। আইন প্রণয়নের বিষয়গুলোও এই সময়ের মধ্যে সমাধান করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com