খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের
প্রকাশিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবর প্রকাশ্যে আসার পর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ডিএমপি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।”

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের বিভিন্ন সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমেছে।

ডিএমপি আরও জানায়, শোকের এই মুহূর্তে আমরা সবাই তাঁর পরিবারের পাশে আছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com