সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশিত

রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতে এনইআইআর চালু করেছে। এ ছাড়া কর হার কমানো, বিটিআরসির আরোপিত বাধা দূর করা, আমদানি নীতিমালা সহজ করাসহ কয়েক দফা দাবিতে আমাদের আন্দোলন আগে থেকে চলছিল। এখন সেটার সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি।

তিনি আরো বলেন, এসব দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল ঢাকায় জমায়েত করবে ব্যবসায়ীরা। অবস্থান কর্মসূচি পালন করবে। তবে সেটি নির্দিষ্ট কোথায় কো হবে সেটি নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com