জাহানারা চাইলে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার

জাহানারা চাইলে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার
প্রকাশিত

বাংলাদেশ নারী দলের ম্যানেজমেন্টের কয়েকজন সাবেক সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। অস্ট্রেলিয়া প্রবাসী এই ক্রিকেটারের অভিযোগ নিয়ে পুরো দেশের ক্রিকেটাঙ্গনই এখন বেশ উত্তাল। তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজার মতো সাবেক ক্রিকেটাররা এই বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন৷ এবার এ বিষয়ে জাহানারাকে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, এ ধরনের কাজ করে কেউ যেন পার পেয়ে না যান, তা নিশ্চিত করবে সরকার।

সম্প্রতি দেশের একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলে থাকাকালীন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জাহানারা। জাতীয় দলের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার নির্দিষ্ট করে অভিযোগটা তোলেন তৎকালীন নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তাওহীদ মাহমুদের বিরুদ্ধে।

জাহানারার এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই এ বিষয়ে তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাবেক ক্রিকেটারদের সংগঠন কোয়াব থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই এর সঠিক তদন্ত এবং বিচার চেয়েছেন। সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে ইতোমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি জানান, ‘আমাদের দফতর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, এটা যেহেতু ফৌজদারি অপরাধও, এটা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যারা জড়িত, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তিটা পান, সেটা আমরা নিশ্চিত করব।’

যৌন হয়রানির অভিযোগ তোলার আগে আরেকটি সাক্ষাৎকারে ক্রিকেটারদের মধ্যে সিন্ডিকেট করা এবং নীপিড়নের অভিযোগ তুলেছিলেন জাহানারা। ওই সাক্ষাৎকারের অভিযোগকে অবশ্য তাতক্ষণিকভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিসিবি। কিন্তু এবার এই অভিযোগকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি এবং স্বার্থসংশ্লিষ্ট সবাই।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com