পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবো, নির্বাচন না করার ব্লেম যেন আমাদের না দেয়া হয়: সিইসি

পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবো, নির্বাচন না করার ব্লেম যেন আমাদের না দেয়া হয়: সিইসি
প্রকাশিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব বলে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছি। নির্বাচন ইস্যুতে যেন আমাদের কোনো ব্লেম না দেয়া হয়। এজন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২টা ২০ মিনিটে তিন সদস্যের প্রতিনিধি নিয়ে সিইসির রুমে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কাউকে বৈঠকে রাখা হয়নি। বৈঠক শেষে সিইসি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা প্রস্তুতি বুঝতে এসেছিলেন। আমি বলেছি- এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের কথা বলেছেন। আমরা প্রস্তুতি জোরদার করেছি।

তিনি বলেন, নানা ধরনের টানাপড়েন আছে। সেজন্য হয়তো সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। আমরা চেয়েছি আমাদের ওপর যেন প্রস্তুতি পর্যাপ্ত নয়- এই ধরনের ব্লেম যেন না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি।

প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, " আমি জানিয়েছি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা ওয়াদাবদ্ধ। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ওয়াদা দিয়েছেন। "

তিনি বলেন, "মব কালচার যেটা উনি জানতে চেয়েছেন। আমি বলেছি ভোটের এখনও দেরি আছে। যারা মব সৃষ্টি করে তারা ভোটের সময় এলাকায় চলে যাবে। আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়। তাদের আর পাওয়া যাবে না।"

প্রধান নির্বাচন কমিশনার বলেন, "একটা কথা তিনি বলেছেন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমি বলেছি এই দেশটা গুজবের দেশ। তিনি আবার গুজবটা দূর করতে চান। আমি গুজব কানে না নিতে বলেছি," বলেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com