দেশের চাহিদা পূরণ হলে তবেই ইলিশ রফতানি করা উচিত: রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিজ দেশের চাহিদা পূরণ হলে তবেই ইলিশ রফতানি করা উচিত। মাথা নত করে পাশের দেশের সব কথা মেনে নেয়া যাবে না। কারণ বাংলাদেশকে এক ইঞ্চিও ছাড় দেয় না ভারত।
দেশের চাহিদা পূরণ হলে তবেই ইলিশ রফতানি করা উচিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

প্রকাশিত

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমদানি-রফতানি হবে-তবে ভারতের সাথে বাংলাদেশের এ সম্পর্ক হতে হবে বন্ধুসুলভ। কেউ যেন এখানে প্রভুসুলভ আচরণ না করে।

নিজের দেশের চাহিদা পূরণ হলে তবেই ইলিশ রফতানি করা উচিত। মাথা নত করে পাশের দেশের সব কথা মেনে নেয়া যাবে না। কারণ বাংলাদেশকে এক ইঞ্চিও ছাড় দেয় না ভারত।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা যেন বন্ধ না হয় সে ধরনের একটি সংস্করণ করা যেতে পারে। গণতান্ত্রিক ধারায় অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনসহ বিভিন্ন খাত সংস্কার করে দ্রুত নিবার্চনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশি সময় লাগার কথা না। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com