গত এক বছরে দেশে প্রায় ১২ শতাংশ সাইবার অপরাধ বেড়েছে। আর বিগত ৫ বছরে প্রায় ২ ভুক্তভোগী মানুষ বিভিন্ন প্লাটফর্মে অভিযোগ করেছেন বলে এক জরিপে উঠে এসেছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক সভায় সাইবার ক্রাইম এয়্যারনেন্স নামের একটি সংগঠন এই জরিপের তথ্য প্রকাশ করেন।
জরিপে উঠে আসে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকার ৮০ শতাংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী। আর ভুক্তভোগী ৬০ শতাংশই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নেও সাইবার অপরাধ সংগঠিত হয়েছে। ভুক্তভোগীদের মাত্র ১২ শতাংশ অভিযোগ করেছেন।
বক্তারা জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেকিং অপরাধ বাড়ানোর পেছনে দায়ী। সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ। এ সময় সাইবার সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি।