

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে মোট ১৭৪টি মনোনয়নপত্রের মধ্যে ১১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তথ্যে গড়মিলসহ নানা কারণে এসব আসনে মোট ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পরবর্তীতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে আপিল নিষ্পত্তি করবে ইসি।
এর আগে ঢাকার ২০টি আসনে শেষদিন পর্যন্ত মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সবশেষ শনিবার নির্ধারিত ৩ রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আসন অনুযায়ী এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
ঢাকার ১৩টি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের-
ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হক, ঢাকা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা, ঢাকা-১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদ, ঢাকা-১৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলাম, ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি।
বিস্তারিত আসছে...