

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়।
এই বিধিমালা অনতিবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন নিচে তুলে ধরা হলো।