বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর
প্রকাশিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান ছিলো না। এটি ছিলো একটি যুদ্ধবিমান।

মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

এক বার্তায় আইএসপিআর জানায়, একটি ছোট ব্যাখ্যা দেয়া প্রয়োজন— কিছু কিছু গণমাধ্যম লিখছে যে, গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিনয়ের সঙ্গে আবারও জানাতে চাই, এটি একটি যুদ্ধ উপযোগী যুদ্ধবিমান ছিল; যা একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় উড্ডয়নের পর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি আছড়ে পড়ে এবং একটি ভবনে আঘাত হেনে আগুন ধরে যায়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com