গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, আশা করি উপদেষ্টা হিসেবেও হবো না: অর্থ উপদেষ্টা

গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, আশা করি উপদেষ্টা হিসেবেও হবো না: অর্থ উপদেষ্টা
প্রকাশিত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, আশা করি উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না। দ্রুত বাংলাদেশ সামনের দিকে যাবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি দাবি করেন, ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের মতে, ব্যাংকিং খাতে সুশাসন সবচেয়ে জরুরি।  

দেশের ব্যাংক খাতে খেলাপি প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা। ব্যাংক খাতকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এরইমধ্যে দূর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণ করা হয়েছে। বেশ কিছু ব্যাংক এখনও রেড জোনে। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের ৭ম সংস্করণ প্রকাশ করা হয়। এতে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে।  

অনুষ্ঠান যোগ নিয়ে অর্থ উপদেষ্টা কথা বলেন, ব্যাংক খাত নিয়ে। বলেন, স্থিতিশীল হচ্ছে ব্যাংকিং খাত। অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবেন না এমন আশার কথাও শোনান তিনি। 

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস- বিএবির চেয়ারম্যানের মতে, বাছবিচার না করে ব্যাংক লাইসেন্স দেবার কারণে ব্যাংকিং খাতের এমন দশা।

তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান মতে, ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতেই হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com