প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা: প্রেস সচিব

প্রধান ‍ উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান ‍ উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রকাশিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ নয়া দিগন্ত উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।’

শফিকুল আলম বলেন, ‘একটা দেশের জন্য, বিপ্লবের জন্য, সংবাদপত্র অনেকটাই জরুরি। ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।’

প্রেস সচিব বলেন, ‘একটি ন্যারেটিভ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com