সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের নামে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের নামে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স
প্রকাশিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপি কমিশনার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর ছবির সাথে কৃত্রিম স্বর সংযোজন করে অসত্য তথ্য দিয়ে ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতা ঘটানোর জন্য এ ধরনের বানোয়াট ভিডিও তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাংলাদেশ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে দৃঢ় অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সকল নাগরিকের প্রতি অনুরোধ করা হল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো ধরনের তথ্য, ছবি, বক্তব্য, অডিও বা ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই না করে লাইক অথবা শেয়ার দেয়া থেকে বিরত থাকার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হল

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com