শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
প্রকাশিত

শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, অতীতে ধর্মীয় বিশ্বাস ও পোশাকের কারনে অনেকে হয়রানির শিকার হয়েছেন। শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, সাজানো হয়েছে জঙ্গি নাটক।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ধর্ম শিক্ষাকে কেন্দ্র বিন্দুতে রেখে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে। যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের জন্য অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, অতীতে ধর্ম বিশ্বাস ও পোশাকের কারনে অনেকে হয়রানির শিকার হয়েছে। জঙ্গি নাটক সাজানো হয়েছে, শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।

দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকলেও এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাতে নয়, ভোট হবে দিনে।

মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে যুগোপযোগী করার নানা উদ্যোগের কথা জানান উপদেষ্টারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com