বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে ক্রীড়া উপদেষ্টার নির্দেশ

বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে ক্রীড়া উপদেষ্টার নির্দেশ
প্রকাশিত

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া ভারতের মাটিতে হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার জন্য আইসিসিকে অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন পোস্ট দিয়েছেন আসিফ নজরুল।

তিনি লিখেছেন, ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com