ইসিকে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ ধরনের তথ্য

ইসিকে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ ধরনের তথ্য
প্রকাশিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তথ্য সংগ্রহ করতে বিদেশিদের ১৪ ধরনের তথ্য দিতে হবে। বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। এরইমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে। নীতিমালা অনুযায়ী ইসি নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এতে ১৪ রকমের তথ্য দিতে হবে।

কর্মকর্তারা আরও জানান, আবেদনকারীকে নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশে এবং বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নস্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, তারিখ ও স্বাক্ষর দিতে হবে।

এছাড়াও আবেদনের সঙ্গে সদ্য তোলা ছবি, মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে। এরইমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল, ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতি দিতে পুরো ক্ষমতা ইসি তার নিজের কাছেই রেখেছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নিতে পারতো। নতুন নীতিমালা অনুযায়ী ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করা করবে মন্ত্রণালয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে এয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com