একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
প্রকাশিত

৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে।

অপরদিকে, স্বাস্থ্যখাতে জরুরি ব্যয়ের জন্য ৩ হাজার ৪২২ কোটি টাকা ব্যয়ে মোটি ৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে, স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দের ২ হাজার ১৮১ কোটি টাকা ব্যয় হবে রাজস্ব খাতে। বাকি ১ হাজার ২৪১ কোটি টাকা যাবে উন্নয়ন বা মূলধনি খাতে। ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে গর্ভনিরোধক, ওষুধ, প্রতিষেধক ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী কেনার জন্য। 

এছাড়াও, সভায় নতুন ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যায় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির জন্য ২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন দেয়া প্রকল্পগুলোর ব্যয়ের পুরোটাই সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com