বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি -পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

প্রকাশিত

একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে দর্শকদের কীভাবে দেবে এমন প্রশ্ন ‍তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। সেজন্য বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্ডিয়া ইস্যুতে আমি বলতে চাই, আসিফ নজরুল যেটা বলেছেন-আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। আমি এটা এভাবে দেখি, একজন ক্রিকেটার সে একটা সীমিত সময় সেখানে যাবে-খেলবে আবার চলে আসবে। তার নিরাপত্তা দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে দেখুন আমাদের টিম যাবে (বিশ্বকাপে), শুধু টিম না সমর্থকরাও যাবে। খেলা দেখতে যাবে, তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো, তারা নিরাপদে থাকবে।’

তিনি বলেন, ‘হিদুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চালাচ্ছে, সেটার প্রেক্ষিতে সত্যিকার অর্থেই ভারতীয় নিরাপত্তাবাহিনীর নিরাপত্তা দেওয়া কঠিন। সে হিসেবে আমরা খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো-যেখানে এই সমস্যা হবে না।’

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। তবে এটা ‘অস্বাভাবিক’ নয় বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়। পরে বাংলাদেশও নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে চিঠি দেয়। যদিও ভারত থেকে টাইগারদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে খেলতে গেলে সেখানে অনেক সাংবাদিক এবং দর্শকরা যাবেন, তাদের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com