

গণভোটে ভুল সিদ্ধান্ত নিলে বাংলাদেশকে আবারও চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনার ব্যবস্থাপক নির্বাচনের ক্ষমতাও তাদের হাতেই ন্যস্ত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত গণভোট বিষয়ক জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
আলী ইমাম মজুমদার বলেন, এবারের নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সরকার কারও পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। তিনি জানান, ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন, একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্বপ্ন ছিল প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে দেশকে নতুনভাবে পরিচালনা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব সমন্বয় করে প্রণীত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। এই সনদের স্বীকৃতি এবং নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ ভোট অপরিহার্য।
সভায় জানানো হয়, গণভোটে হ্যা ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ ভূমিকা নিশ্চিত করা, সরকারের ইচ্ছামতো সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত করা এবং একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচার গাড়ির মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।