বিমান বিধ্বস্ত: শিক্ষক-শিক্ষার্থীসহ বহু হতাহত, পুলিশের শোক ও সহায়তার আশ্বাস

বিমান বিধ্বস্ত: শিক্ষক-শিক্ষার্থীসহ বহু হতাহত, পুলিশের শোক ও সহায়তার আশ্বাস
প্রকাশিত

রাজধানীর দিয়াবাড়ীতে ঘটে যাওয়া একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক ঘটনায় স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, আগুন ও ধোঁয়ার কুন্ডলি মুহূর্তেই শিক্ষাঙ্গনকে পরিণত করে মৃত্যুপুরীতে। স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে সংস্থাটি।

এছাড়া, আহতদের চিকিৎসায় সহায়তা দিতে পুলিশ ব্লাড ব্যাংক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। রক্তের প্রয়োজন হলে যে কেউ নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন:

মোবাইল নম্বর – ০১৩২০০৩৭৩৩৩ (পুলিশ ব্লাড ব্যাংক),

ইনচার্জ – ০১৯১৪৩৪১২০৭।

বিপিএসএ এক বিবৃতিতে আরও জানিয়েছে, “আমরা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিক দায়িত্ববোধ থেকে সবসময় থাকবো। নিহতদের পরিবার ও আহতদের পাশে থেকে যথাসম্ভব সহায়তা প্রদান করা হবে।”

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো জাতি আজ এক শোকাবহ পরিস্থিতি অতিক্রম করছে, আর দুর্ঘটনার বাস্তবতা কাঁদিয়ে তুলেছে সবাইকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com